হাজিরা দেখা হয়
স্বামী-স্ত্রীর মহব্বতের পরীক্ষিত আমল এই আমল টি আপনি যদি নিয়ম মত করতে পারেন। ইনশাআল্লাহ নিদিষ্ট সময়ের মধ্যে ফলাফল পাবেন। #sunnatisifa
#বদনজর ও #জিন, #জাদুর সমস্যা কুরআন এবং সুন্নাহ অনুয়ায়ী গ্যারান্টি সহকারে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। সারা বাংলাদেশ কুরিয়ারের ম্যাধমে চিকিৎসা নিতে পারবেন। ইনশাআল্লাহ।
বদনজরে (magic) এর লক্ষণ (Symptoms)
এক্ষেত্রে কিছু লক্ষণ খুব স্পষ্ট হয়ঃ
মাঝে মাঝে মাথা ব্যাথা করে
পেট খারাপ করে, কোষ্ঠকাঠিন্য, পুরাতন আমাশয় সহ পেটের অনেক সমস্যা তৈরি হয়।
সেক্স পাওয়ার দূর্বল করে দেয়।
চেহারা নষ্ট হয়ে যায়।
সব সময় অস্তিত্বরতা কাজ করে।
অলসাতা কাজ করে কোন কিছু ভাল লাগে না।
স্ত্রী কোন কারনে শারিরিক মেলামেশায় অক্ষম হয়ে যেতে পারে, শারিরিক মেলামেশায় অস্বস্তি অনুভব করতে পারে, স্বামী-স্ত্রীর মাঝে কোন কারন ছাড়াই অর্থহীন কারনে, ছোট ছোট বিষয়ে ঝগড়া হয়। এক্ষেত্রে লক্ষণীয় যে, সাধারণ সময়ে এসব বিষয়ে হয়তো ঝগড়া হতোই না, বা আলোচনার মাধ্যমে সহজেই মীমাংসা হয়ে যেত।
দূরে থাকলে একজন আরেকজনের জন্যে ভালোবাসা অনুভব করে কিন্তু সামনা সামনি আসলে ঝগড়া হয়। এটা বিয়ের শুরু থেকেও হতে পারে তবে বিষয়টা আরো বেশি পরিষ্কার হয় যদি বিয়ের পর একটা সময় পরযন্ত সম্পর্ক ভালো থাকে, এরপর হঠাৎ সব খারাপ হতে থাকে।
সাধারণ ঝগড়া আর জাদুর কারনে ঝগড়ার মাঝে পার্থক্য হচ্ছে যে, সাধারণ ঝগড়ায় কারন থাকে, যা যুক্তি বা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু জাদুর কারনে ঝগড়া হলে এর পেছনে সাধারনত কোন কারন থাকে না। আবার কারন থাকলেও তা সমাধানের দিকে না গিয়ে বরং আরো তিক্ততার দিকে যায়।
এখত্রে কোন ব্যবস্থা নেয়া না হলে এক সময় ডিভোর্স পর্যন্ত হতে পারে। এছাড়াও সংসার ভাঙ্গার আরেকটি পদ্ধতি জাদুতে ব্যাবহার করা হয় আর তা হচ্ছে মহিলার সন্তান জন্মদানে বাঁধা তৈরী করে রাখা (গর্ভধারণে অক্ষমতা বা গর্ভপাত) অথবা পুরুষ এর যৌন ক্ষমতা নষ্ট করে রাখা। এসব লক্ষণের সবগুলো বা কোন একটিও যদি দেখা যায় সেক্ষেত্রে পরীক্ষা করে দেখা প্রয়োজন আছে অবশ্যই।
• স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক বাঁধা গ্রস্থ হওয়া।
• স্বামী/স্ত্রী একে অন্যের প্রতি চরম ঘৃণা, বিদ্বেষ অনুভব করা।
• যৌন সমস্যা তৈরী হওয়া।
• অবিবাহিতদের বিয়ে বাঁধা গ্রস্ত হওয়া। (সব কিছু ঠিক থাকার পরও)।
• বিয়ে ভেঙ্গে যাওয়া।
• তাবিজ বা জাদুতে ব্যবহৃত অন্যান্য জিনিস বাড়িতে পাওয়া যাওয়া।
• রক্ত, পানি বা অন্য যে কোন প্রকার তরলের ফোঁটা মেঝেতে পরে থাকতে দেখা।
• ঘরে অদ্ভুত ধরনের পাথর পরে থাকতে দেখা।
• ঘরের ভেতরে/বাইরে গুড়া জাতীয়/দানাদার কিছু যেমন ধূলা/ময়দা/সরিষা পরে থাকতে দেখা।
• পিন, সুই বা তারকাটা/পেরেক কোথাও গাঁথা অবস্থায় পাওয়া।
• কারো জামা/কাপড় চুরি যাওয়া বা জামা কাপড়ের কিছু অংশ কেউ কেটে নিয়ে গেছে এমন পাওয়া।
• জামা কাপড় হারিয়ে যাওয়া আবার খুঁজে পাওয়া।
• কাপড়ে রক্ত বা কোন কিছুর দাগ খুঁজে পাওয়া।
• অদ্ভুত ভীতিকর জিনিস পরে পাওয়া বা বাথরুম/টয়লেটে অদ্ভুত গন্ধ পাওয়া।
• ঘরের ভেতরে বা বাইরে কোন নকশা বা চিহ্ন দেখতে পাওয়া।
• ঘরের ভেতরে বা বাইরে ডিমের ভাঙ্গা অংশ পরে থাকতে দেখা।
• জবাই করা মরা বিড়াল পরে থাকতে দেখা।
• দরজায় লোহা/পেরেক গাঁথা দেখা।
• প্রতিনিয়ত পরিকল্পনা পরিবর্তন করা।
• ছোট জিনিসে প্রচন্ড রাগ তৈরী হওয়া।
• বিনা কারনে কান্না করা।
• দ্বীন থেকে দূরে থাকা।
• নামজে ভুল করা, মনযোগ দিতে না পারা।
• কুরআন তেলাওয়াত পাঠ বর্জন করা।
• পাপ কাজের প্রবনতা।
• চোখ লাল থাকা যেন ড্রাগ নেয়া হয়েছে।
• বমি হওয়া বা বমি ভাব অনুভুত হওয়া।
• মুখ থেকে রক্ত বের হওয়া, মেডিক্যাল কারন ছাড়া।
• মহিলাদের ক্রমাগত মাসিক হওয়া।
• সন্তান নস্ট হওয়া/গর্ভপাত হওয়া।
• ডিভোর্স ও পুনর্বিবাহ করা (বিশেষ কারন ছাড়াই)।
• কোন লোকের হুমকি ধামকি (যেমন দেখবো তোর সন্তান তোর কাছে থাকে কিভাবে, তোর ব্যাবসা কিভাবে হয় ইত্যাদি) কিছুদিন পরে সত্য প্রমানিত হওয়া।
• যাদুকরদের কাছে যাওয়া এবং তাদের দেয়া পানি খাওয়া বা বিশেষ সুগন্ধী নেয়া।
• স্থায়ী মাথা ব্যথা এবং পেট ব্যথা।
• সমুদ্রের ধারে গেলে, বাতাস জোরে বইলে বা কবরের ধার দিয়ে হাটার সময় বমি পাওয়া।
এছাড়াও জাদুর আরো কিছু লক্ষন পাওয়া যেতে পারে, পর্যায়ক্রমে সংযোজন করা হবে ইনশা আল্লাহ।
#সুন্নতিশিফা
#স্বামীস্ত্রীমিলমহব্বত
#জ্বীনযাদু
#বদনজর
স্বামী-স্ত্রীর মহব্বতের পরীক্ষিত আমল এই আমল টি আপনি যদি নিয়ম মত করতে পারেন। ইনশাআল্লাহ নিদিষ্ট সময়ের মধ্যে ফলাফল পাবেন। বিস্তারিত জানতে ইনবক্স করুন।
01919-770079
https://www.youtube.com/@SunnatiSifa
https://sunnatisifa.com/